ভূমধ্যসাগরে জাহাজে হুথি বিদ্রোহীদের হামলা
- আপডেট সময় : ০৬:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হুথি বিদ্রোহীদের হামলা চাইলয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বিবৃতিতে হুথি বলা হয়, তাদের যোদ্ধারা ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। শুক্রবার ফিলিস্তিনের সমর্থনে এসব অভিযান চালানো হয়।
হুথির বিবৃতিতে বলা হয়েছে, আমাদের বাহিনী বেশ কয়েকটি মানসম্পন্ন সামরিক অভিযান চালিয়েছে। এরমধ্যে ইরাকের ইসলামিক প্রতিরোধের সাথে কয়েকটি যৌথ অভিযানও যুক্ত। এসময় ওয়ালার নামের একটি তেলের ট্যাঙ্কারে ভূমধ্যসাগরে হামলা চালানো হয়। এই হামলায় বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে।
হামলার সময় তেলের জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরের দিকে যাচ্ছিলো বলেই দাবি করেছে হুথি।
বিবৃতিতে লোহিত সাগরেও একটি জাহাজে হামলা চালানোর কথা জানায় হুথি। এ হামলায় মার্কিন জাহাজ ডেলোনিক্সকে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়।
এসময় জোহান্স মায়ার্স্ক নামের আরেকটি জাহাজেও হামলা চালানোর কথা জানায় হুথি। ভূমধ্যসাগরে চালানো এই হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।