ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

- আপডেট সময় : ১৫৯ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ভেদরগঞ্জে গতকাল মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদের হলরুমে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোজাহেরুল হক, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), ভেদরগঞ্জ,শরীয়তপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: নজরুল ইসলাম,জেলা শিক্ষা অফিসার,শরীয়তপুর। সভাপতি করেন এস,এম,গিয়াস উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) ভেদরগঞ্জ শরীয়তপুর।
অনুষ্ঠানের সঞ্চালনায় দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমী সুপারভাইজার,মো:মোস্তফা কামাল । এ সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা। অভিভাবক ও মেধাবীদের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, এ সময় বক্তব্যের মধ্যে তুলে ধরা হয় শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন নিয়ে, এবং শিক্ষার্থীরা সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে বক্তব্য দেন প্রধান অতিথি মোহাম্মদ মোজাহেরুল হক, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), ভেদরগঞ্জ, শরীয়তপুর।
বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম বলেন, অভিভাবক আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কি করছে সব সময় আপনারা খোঁজখবর নিবেন। সবচাইতে ছাত্রছাত্রী বেশি নষ্ট করছে মোবাইল ফোন, অভিভাবকদের বলেন প্রয়োজন ছাড়া আপনারা আপনার সন্তানকে মোবাইল ফোন দেওয়া উচিৎ না। প্রয়োজনে অভিভাবক এবং শিক্ষকদের আরো সচেতন হতে হবে। শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার দিকে বেশি নজর দিতে হবে। আপনার সন্তানরা যেন শিক্ষা থেকে না ঝরে যায় সে ক্ষেত্রে অভিভাবকদের মনোযোগ দিতে হবে, শিক্ষাকে বিনিয়োগ হিসেবে নিতে হবে। বক্তব্যে আরও বলেন আপনার ছেলে মেয়ে যদি কম নাম্বার পায় আসলে সেখান থেকে শেষ নয় তাকে আরো ভালো করার জন্য পরামর্শ দিবেন এবং উৎসাহিত করবেন। অভিভাবকদের আরো বলেন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন আপনার ছেলে এবং মেয়ে যে বিষয়ের উপরে পড়তে চায় তাকে সে বিষয়ের উপরে পড়তে দেন অন্য বিষয়ে তাকে চাপ সৃষ্টি করবেন না। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ছেলে এবং মেয়ে কে সব সময় মনিটরিং করবেন সে কার সাথে মিশছে কোথায় যাচ্ছে কি করছে।
এ সময় অভিভাবক শিক্ষক শিক্ষিকা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।