ভোট দেয়ার অতি আগ্রহে বসে আছে সাড়ে ৩ কোটি যুবক – শ্রীনগরে মীর সরফত আলী সপু

- আপডেট সময় : ১১৫ বার পড়া হয়েছে
সাড়ে তিন কোটি যুবক ভোটার ভোট প্রদান করতে পারেনি, তারা ভোট দেয়ার অতি আগ্রহে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। গতকাল শুক্রবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি শেষে সাংবাদিকের এ কথা জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জাসিম মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান শিকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক আলামগির আলাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সদস্য সাচ্চু, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, শ্রীনগর উপজেলা নারী ও শিশু অধিকার সামসুল ইসলাম, সদস্য সচিব শামসুল হক, সিরাজদিখান উপজেলা আহবায়ক মনির হোসেন পিন্টু, তাতি দলের আহবায়ক আহ্বায়ক সিরাজ হাওলাদার,সদস্য সচিব নুরুজ্জামান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ,যুগ্ম আহ্বায়ক সেলিম, যুগ্ম আহ্বায়ক বাদশা, সদস্য বাবু, সদস্য আসাদ বাবু,সোহেল, মতি, রুবেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে তিনি বিকাল সাড়ে ৪ টায় শ্রীনগর উপজেলা শ্মশানঘাটা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা উদ্বোধন করেন।