সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করলেন বিএনপি নেতা রুহুল আমিন দুলাল

মঠবাড়িয়া পিরোজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ১২:১১:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
বি-এনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির উদ্দেশ্যে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে মঠবাড়িয়া উপজেলার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের ৫ হাজার মানুষের সাথে মতবিনিময় করেছেন মঠবাড়িয়া উপজেলা বি-এনপি’র সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে
এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রুহুল আমিন দুলাল বলেন, বি-এনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। তারা হিন্দু সম্প্রদায়ের লোকদের ভাই হিসেবে দেখে। বি-এনপি বিশ্বাস করে, এই দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষ তাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে। স্বাধীনভাবে ধর্ম চর্চা করবে।
মতবিনিময় সভায় মঠবাড়িয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাস, মঠবাড়িয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার ,১১ টি ইউনিয়নের মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিএনপি নেতাদের মধ্যে মঠবাড়িয়া উপজেলা বি-এনপি’র যুগ্ন-আহবায়ক জসিম ফরাজী, মঠবাড়িয়া পৌর বি-এনপি’র আহবায়ক কে এম হুমায়ুন কবির, পৌর বি-এনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মিজান, মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও উপজেলা বি-এনপি’র সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন হাওলাদার সহ বি-এনপি ও অসহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।