সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি এখন পরিত্যাক্ত একটি ভবন

মোঃ বেল্লাল জোমাদ্দার
- আপডেট সময় : ০৩:০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
দুই বছর ধরেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে অত্যাধুনিক এ ভবনটি। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী এলাকায় নির্মিত এ হাসপাতাল ভবন এরিয়ায় রয়েছে ৪টি কোয়ার্টার। বিল বকেয়া থাকায় এক বছর আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। কোয়ার্টারে একজন নার্স থাকলেও তিনি দায়িত্ব পালন করেন মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।কয়েকশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ হাসপাতালটিতে কোন সেবা কার্যক্রম নেই বললেই চলে।
পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজীর শ্বশুর বাড়ি এলাকায় অবস্থিত এ হাসপাতালটি।মঠবাড়িয়া থেকে ১০ কি মি দূরে প্রত্যান্ত অঞ্চলের অজপাড়াগাঁয়ে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনকে খুশি করতেই এখানে হাসপাতালটি বরাদ্দ করান তিনি।
সদ্য বদলি হওয়া পিরোজপুর জেলা সিভিল সার্জন মিজানুর রহমান বলেছিলেন, ওখানে খুব শীঘ্রই যোগ্যতা সম্পন্ন একজন এমবিবিএস চিকিৎসক দেওয়া হবে।কিন্তু অদ্যবধি পর্যন্ত তার কথায় হালে পানি পায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।