সংবাদ শিরোনাম ::
মধুখালীতে গোল্ডেন পরিবহনের চাপায় এক ভ্যান যাত্রী নিহত
মধুখালী ফরিদপুর প্রতিনিধি
- আপডেট সময় : ২৬২ বার পড়া হয়েছে
শনিবার সকালে ফরিদপুরের মধুখালীতে ঢাকা খুলনা মহাসড়কের মেছড়দিয়া নামক স্থানে ঢাকা গামী গোল্ডেন পরিবহনের চাপায় এক ভ্যান যাত্রী নিহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা গামী যাত্রীবাহী গোল্ডেন পরিবহনের একটি কোচ( ঢাকা মেট্রো ব ১৫ -৫১২৫) একই দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই ভ্যানের পিছন থেকে ধাক্কা দিলে ভ্যান গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ভ্যানে থাকা পাঁচ জন যাত্রী ছিটকে পড়ে এর মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায প্রথমে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্স এ, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মিনহাজ মীর নামে এক কিশোর দুপুর ১ টায় মারা যায়। নিহত কিশোরের বাড়ি উপজেলার মেছড় দিয়া গ্রামে, তার বাবা মিঠু মীর একজন শারীরিক প্রতিবন্ধী, ঘটনার সময় ঐ কিশোর মধুখালী বাজারে দুধ বিক্রি করে বাড়ি ফিরছিল। ঘাতক পরিবহনটিকে করিমপুর হাওয়াই এ পুলিশ আটক করেছে।



















