সংবাদ শিরোনাম ::
মধুখালীতে ভুমি মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৫৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত করি এই স্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপ্ত দিনে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহবুব ইলাহী, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, নাজির কাম ক্যাশিয়ার, মো.রেজা হাসান, উপজেলা সার্ভেয়ার মো, মারুফ হাসান, আলোচনা সভা সঞ্চালন করেন সহকারী কমিশনার ভূমি, এরফানুর রহমান।ভুমি মেলায় প্রধান অতিথি নিয়মিত ভূমি সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এর আগে সহকারী কমিশনার ভূমি এরফানুর রহমান বিগত এক বছরের ভূমি সেবা তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন, তিনি বলেন ভূমি সেবা সাধারণ মানুষের দার গোড়ায় আনতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, তিনি উপস্থিত ভূমি মালিকদের উদ্দেশ্যে বলেন আমরা আপনাদের সেবা দিতে বদ্ধপরিকর।