মধুখালীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে, উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান,উপজেলা স্বাস্থ্য প,প,কর্মকর্তা ডা. মামুন হাসান,উপজেলা প্রকৌশলী মো. সোহেল রানা.সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা,সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস,বিএনপি নেতা গোলাম মোস্তফা বাকিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও জনপ্রতিনিধিগন, আইনশৃঙ্খলা সভায় ডা. মামুন হাসান ডেঙ্গুর ভয়াবহতা ও লক্ষণ নিয়ে বিশদ আলোচনা করেন, এছাড়া আগামী ১লা সেপ্টেম্বর থেকে টাইফয়েডের ভ্যাকসিন সম্পর্কে বলেন নয় মাস থেকে ১৫ বছরের মধ্যে সকল শিশুকে টাইফয়েড ভ্যাকসিন প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন, এ ব্যাপারে তিনি জনগণের মধ্যে প্রচারের জন্য সাংবাদিক ও জনপ্রতিনিধির কাছে আহ্বান জানান।আইন-শৃঙ্খলা সভায়- অতিরিক্ত বৃষ্টিতে গড়িয়াদাহ খালের ভাঙন, মাদক, কিশোর গ্যাং, ভেজাল দুধের ছানা তৈরীর কারখানা, রুগ্ন গরুর মাংস বিক্রি,বিদ্যুতের মিটার চুরি, দেশীয় মাছের পোনা নিধন, ভেজাল পিয়াজ বীজের সিন্ডিকেট, সড়ক দুর্ঘটনা,নারীর সামাজিক নিরাপত্তা ইত্যাদি বিষয় নিয়ে বক্তারা আলোচনা করেন।