মনোহরগঞ্জে জামায়াতের শোডাউন
- আপডেট সময় : ৪৭ বার পড়া হয়েছে
কুমিল্লা–৯ (মনোহরগঞ্জ-লাকসাম) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. সৈয়দ একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকীর নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল শোডাউন। আজ শনিবার (২২ নভেম্বর) সকালে লাকসাম স্টেডিয়াম থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় প্রায় তিন হাজার মোটরসাইকেল অংশ নেয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
শোডাউনটি স্টেডিয়াম থেকে শুরু হয়ে লাকসামের গুরুত্বপূর্ণ সড়ক, নরপাটি, আজগরা হয়ে মনোহরগঞ্জ উপজেলার খিলা, নাথেরপেটুয়া, বিপলাসার, লক্ষণপুর, বাইশগাঁও, হাসনাবাদ, মান্দারগাঁও, মনোহরগঞ্জ সদর, পোমগাঁও, শান্তির বাজার, বেরনাইয়া, মুদাফরগঞ্জ হয়ে ফের লাকসাম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পুরো শোভাযাত্রাজুড়ে নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা স্লোগান দেন এবং হাতে প্রতীকের প্ল্যাকার্ড ধারণ করেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উদ্দেশে ছাদখোলা গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী। শোডাউনের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সারওয়ার সিদ্দিকী বলেন—“দুর্নীতি ও অবিচারমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের প্রধান অঙ্গীকার। মানুষকে শান্তি, নিরাপত্তা ও সম্মানজনক জীবন দিতে হলে ন্যায়শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে মনোহরগঞ্জ লাকসামের দুই উপজেলার, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং মাদক ও সন্ত্রাস দমনে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। লাকসাম পৌরসভার আমির ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারীর পরিচালনায় শোডাউনে বক্তব্য রাখেন, সাবেক সচিব এফএম সোলাইমান চৌধুরী, এডভোকেট বদিউল আলম সুজন, বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামিদুর রহমান সোহাগ। এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবীসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই গণসমর্থন আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


















