মনোহরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ৮৬ বার পড়া হয়েছে
‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারণ্যের ক্ষমতায়ন’ স্লোগানে মনোহরগঞ্জে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস। গতকাল সোমবার উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবি দাসের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি। প্রধান অতিথি তার বক্তব্যে পরিবার পরিকল্পনা অফিসের মাঠ পর্যায়ের কর্মীদের উদ্দেশে বলেন আপনাদের অক্লান্ত পরিশ্রমে উপজেলার পরিবার পরিকল্পনা কার্যক্রম প্রশংসার দাবি রাখে। তিনি বলেন শিশুদেরকে মোবাইল থেকে দূরে রাখার জন্য মায়েদের সাথে কথা বলবেন, যেন তারা সন্তানদেরকে মোবাইল থেকে দূরে রাখে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ। এছাড়াও বক্তব্য রাখেন উপ স্বাস্থ্য সহকারী নাসির উদ্দীন, হালিমা আক্তার, ইউনিয়ন পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিল, কামরুন্নাহার পরী। আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সেরা মাঠকর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সিএ ও ভূমি অফিসের সার্ভেয়ার কে বিদায় সংবর্ধনা
গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পরিষদের সিএ রাজন পাল ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আব্দুল হালিম মজুমদারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত রোববার (১৪ জুলাই) উপজেলা কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে গোলাপগঞ্জ কর্মচারী ক্লাবে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় গোলাপগঞ্জ উপজেলা কর্মচারী সমন্বয় পরিষদের আহবায়ক রোমান আহমদ নোশাদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন এর সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য দেন সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ বিভাগীয় কমিটির সভাপতি আবুল কালাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেলাল উদ্দিন, শামীম আহমদ, তপন সরকার, ফয়েজ উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন ফিরুজ আহমদ, ইসরাইল আহমদ, সুরুজ্জামান আহমদ, নাজমুল হোসেন, সার্ভেয়ার রফিক আহমদ, ফয়েজ আহমদ, আশিকুর রহমান, সাইদুর রহমানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মচারীবৃন্দ।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর পৃথক পৃথক অফিস আদেশের মাধ্যেমে উপজেলা পরিষদের সিএ রাজন পাল কে ওসমানীনগর উপজেলা পরিষদে এবং উপজেলা ভূমি অফিসের মো. আব্দুল হালিম মজুমদারকে কানাইঘাট উপজেলা ভূমি অফিসে বদলী করা হয়।




















