মমতার বক্তব্যকে সঠিক মনে করছে না ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময় : ০৫:৫৫:০২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে বলে ভারতীয় কিছু সংবাদমাধ্যমে যে অপপ্রচার চলছে, তা সঠিক নয়। এবং বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব করে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া একটি বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন, সেটা তার রাজনীতির জন্য সঠিক পদক্ষেপ নয় বলে মনে করছে ঢাকা।
সোমবার অপরাহ্নে সংখ্যালঘু নির্যাতন সংক্রান্ত অপপ্রচার নিয়ে ঢাকায় বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার সময় তৌহিদ হোসেন এই কথা বলেন। বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে মমতার মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা বিদেশ উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে প্রশ্ন করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলেছেন। জবাবে তৌহিদ হোসেন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি এই বক্তব্য কেন দিলেন তা আমি বুঝতে পারছি না। আমি মনে করি এই বক্তব্য তার রাজনীতির জন্য সঠিক পদক্ষেপ নয়।
এর আগে দুপুরে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বর্ডার সিকিউরিটি কেন্দ্রের আওতায়। আমাদের এখতিয়ার বা দায়িত্বে নেই। আমরা হাউসের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) যেন সংসদে বাংলাদেশের বিষয়ে কথা বলেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপুঞ্জের (জাতিসংঘ) সঙ্গে এ বিষয়ে ভারত সরকার কথা বলুক, যেন সেখানে তারা শান্তিরক্ষী পাঠাতে পারে।
আমাদের এ বিষয়ে অনুরোধ রইল। ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আসলেই ৫ আগস্টের পর থেকে দুই দেশের সম্পর্কে সমস্যা চলছে। এটা স্বীকার করতেই হবে। তবে আমরা স্বাভাবিক, ভালো সুসম্পর্ক চাই। এই সম্পর্কে অন্তরের চেয়ে স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ। দুই দেশের সম্পর্ক স্বার্থের মধ্যেই দিয়ে দেখতে হবে। তিনি আরও বলেন, ভারতের স্বার্থ কী সেটা আমি বুঝতে পারব না। তারাই তাদের স্বার্থটা বুঝবে।