ময়মনসিংহের গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঐতিহ্যবাহী গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৫-২৭ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে তিন ঘণ্টাব্যাপী এ নির্বাচনে প্রায় চার শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এতে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ১৯৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ফখরুদ্দিন আলী আহমেদ রিন্টু, সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ১৯৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ তোফাজ্জল হোসেন জুয়েল, কোষাধ্যক্ষ হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন ১৯৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো: মাইনুল ইসলাম সিকদার শাকিল, সম্পাদক সাংস্কৃতিক ও ইভেন্ট ক্লাব পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ২০০৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী কাজী রাইসুল ইসলাম রিয়াদ এবং সম্পাদক তথ্য যোগাযোগ ও সমাজকল্যাণ পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ২০১১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আল রুবাই বিন হাসান হৃদ।
এছাড়া ৪ টি পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক পদে ১২২ ভোট পেয়ে ১৯৯৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো: আবু সাঈদ, সম্পাদক আইন ও প্রশাসন পদে ১০৮ ভোট পেয়ে ১৯৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ ইসতিয়াক আহমেদ তনু, সম্পাদক সদস্য ক্লাব ও প্রকাশনা পদে ১৪৫ ভোট পেয়ে ২০১২ ব্যাচের আলাভী আজিম এবং সম্পাদক স্পোর্টস ক্লাব পদে ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ২০০৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো: ওয়াহিদ রেজওয়ান অনিক।
এর আগে, সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে দুপুর ১ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে মোট ২৪৬ জন ভোটারের মধ্যে ১৯২ ভোট কাস্টিং হয়। ভোটের ফলাফল ঘোষণা করেন স্কুলটির প্রধান শিক্ষক ও ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ শফিক উল্লাহ। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল মালেক, অবসরপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক তাপস মজুমদার, নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন প্রাক্তন শিক্ষার্থী সিয়াম আল হাসান শুভ এবং নির্বাচন কমিশনে সহযোগিতায় ছিলেন মোঃ মতিউরুজ্জামান শিপনসহ প্রমূখ।