ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

ময়মনসিংহ সদরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

জহির রায়হান, ময়মনসিংহ
  • আপডেট সময় : ০৪:৩৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারুণ্যের শক্তি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে সদর উপজেলায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজন ও স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।

উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাঈদ ইব্রাহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা সমাজ সেবা অফিসার মাকসুদা খাতুন, উপজেলা পরিসংখ্যান অফিসার ও দাপুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান প্রমূখ।

কর্মশালায় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা এ পৃথিবী বদলে দিবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয় কর্মশালা থেকে। এ কর্মশালায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। কর্মশালায় আগত বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা তাদের ভাবনায় আগামীর সুখী, সুন্দর, সমৃদ্ধ ও দুর্নীতি মুক্ত বৈষম্যহীন বাংলাদেশের চিত্র তুলে ধরেন।

কর্মশালার শুরুতে ‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ’ ও ‘ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্সসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ময়মনসিংহ সদরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

আপডেট সময় : ০৪:৩৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

তারুণ্যের শক্তি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে সদর উপজেলায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজন ও স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।

উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাঈদ ইব্রাহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা সমাজ সেবা অফিসার মাকসুদা খাতুন, উপজেলা পরিসংখ্যান অফিসার ও দাপুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান প্রমূখ।

কর্মশালায় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা এ পৃথিবী বদলে দিবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয় কর্মশালা থেকে। এ কর্মশালায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। কর্মশালায় আগত বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা তাদের ভাবনায় আগামীর সুখী, সুন্দর, সমৃদ্ধ ও দুর্নীতি মুক্ত বৈষম্যহীন বাংলাদেশের চিত্র তুলে ধরেন।

কর্মশালার শুরুতে ‘জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ’ ও ‘ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্সসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।