সংবাদ শিরোনাম ::
মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতোয়ার হোসেন (৪৫) নামের এক সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার নাটশাল নবীনগর মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত আতোয়ার হোসেন উপজেলার শুখনা গোপালপুর গ্রামের শফি মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার মহাদেবপুর হাটের দিন। নিহত আতোয়ার মহাদেবপুরে তার কাজ শেষ করে সাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার নাটশাল নবীনগর মাদ্রাসার সামনে পৌঁছালে মহাদেবপুর থেকে মাতাজিগামী একটি ড্রাম ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কা খেয়ে সে সাইকেল থেকে পরে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করেন। তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ঘাটক ট্রাকসহ তার চালককে আটক করে।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।