সংবাদ শিরোনাম ::
মহান স্বাধীনতা উপলক্ষে কুচকাওয়াজ পরিদর্শন করেন পুলিশ সুপার, হবিগঞ্জ

আব্দুল নুর বাবুল হবিগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৪৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে হবিগঞ্জ জেলা জালাল স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজ, পতাকা উত্তোলণ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত প্যারেড পরিদর্শন করেন এবং অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন।
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়।