মহিলা মাদ্রাসায় যাতায়াতের রাস্তা স্থাপনে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে উদ্যোক্তাদের আবেদন
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের চন্দ্রশেখরদী গ্রামে একটি মহিলা মাদ্রাসা নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় ধর্মপ্রাণ ব্যক্তিরা। তবে যাতায়াতের কোনো সরকারি রাস্তা না থাকায় মাদ্রাসার নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন উদ্যোক্তারা।
এই প্রেক্ষাপটে গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত আবেদন জমা দিয়েছেন মাদ্রাসা উদ্যোক্তা মোঃ কাউসার আলম সরকার।
আবেদনে তিনি উল্লেখ করেন, স্থানীয় দরিদ্র ও অসহায় শিশু-কিশোরীদের জন্য ইতোমধ্যে একই এলাকায় একটি এতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা বিনা খরচে পড়াশোনা করছে। এবার মহিলা শিক্ষার প্রসার ও ধর্মীয় শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে প্রায় ২৫০ ফিট দূরে একটি মহিলা মাদ্রাসা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
কিন্তু সেখানে পৌঁছানোর জন্য কোনো রাস্তা না থাকায় মাদ্রাসার নির্মাণকাজ শুরু করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় পার্শ্ববর্তী জমির মালিক মোঃ শাহজালাল মিয়ার সামান্য জমি ব্যবহার করে সরু একটি রাস্তা তৈরি করা সম্ভব হলেও, স্থানীয় কিছু অসাধু ব্যক্তির প্ররোচনায় জমির মালিক বর্তমানে তাতে অনীহা প্রকাশ করছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।
মোঃ কাউসার আলম সরকার জানিয়েছেন, “আমরা রাস্তা করার জন্য জমির ন্যায্য মূল্য দিতে প্রস্তুত। কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে জমির মালিক রাজি হচ্ছেন না। ফলে মহিলা মাদ্রাসা নির্মাণকাজ আটকে আছে।”
তিনি মানবিক বিবেচনায় ইউএনও’র মাধ্যমে বিষয়টি তদন্ত করে মহিলা মাদ্রাসার যাতায়াতের রাস্তা স্থাপনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।




















