মাইন বিস্ফোরণে এবার বিচ্ছিন্ন হলো বিজিবি সদস্যের পা
- আপডেট সময় : ১৯৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ -মিয়ানমার সীমান্তে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির পোঁতা মাইন বিস্ফোরণে এবার পা উড়ে গেছে বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি) এক সদস্যের।
আজ রোববার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছাকাছি এই ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্য হলেন রেজু আমতলী বিওপি’র নায়েক আকতার হোসেন। তিনি ৩৪ বিজিবির সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রেজু আমতলী বিওপি’র আওতাধীন বাংলাদেশের অভ্যন্তরে প্রস্তাবিত একটি অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে নায়েক আকতার হোসেনের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতরভাবে জখম হয় বাম পা।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বিজিবি সেক্টর কমান্ডার ( রামু) কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

















