মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মাহেরিন চৌধুরীর সমাধিস্থলে কৃষক দলের শ্রদ্ধাঞ্জলি
- আপডেট সময় : ১১১ বার পড়া হয়েছে
নীলফামারীর জলঢাকায় বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের সভাপতি ও ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিস্থলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা বগুলাগাড়ী চৌধুরী পাড়ায় পারিবারিক কবরস্থানে এ শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আ.ন.ম.খলিলুর রহমান বলেন, মাহেরীন চৌধুরী নিজের জীবন উৎসর্গ করে শিক্ষার্থীদের জীবন বাঁচিয়েছেন এটা শুধু শহীদ জিয়াউর রহমানের পরিবারের পক্ষে সম্ভব হয়েছে। জিয়ার পরিবার সব সময় নিজের জীবন বাজি রেখে মানুষের পাশে থাকে। সরকারের কাছে দাবি মহিষী নারী মাহেরীন চৌধুরীকে চিরস্মরণীয় করতে বগুলাগাড়ী তথা দেশের গুরুত্বপূর্ণ স্থানে তার নামে স্থাপনা তৈরী করতে হবে। সাহসী এই শিক্ষিকার আত্মত্যাগে কৃষক দল গভীর শোক প্রকাশ করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন কৃষক দলে সর্বস্তরের নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, উপজেলা কৃষকদলের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী ও মীরগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ উপজেলা, পৌর ও প্রত্যেক ইউনিয়ন থেকে আসা কৃষক দলের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



















