সংবাদ শিরোনাম ::
মাগুরায় জাসসের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
মাগুরা প্রতিনিধি
- আপডেট সময় : ১৪০ বার পড়া হয়েছে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মাগুরা জেলা জিয়া সাংস্কৃতিক সংস্থা (জাসস)।
আজ শনিবার (১৯ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচির আয়োজন করেন জাসসের সদস্য সচিব এম ফেরদৌস রেজা।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ও পৌর বিএনপি, শ্রমিক দল,স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, শহীদ জিয়াউর রহমানের ছবি পদদলিত করা হয়েছে এবং তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা হয়েছে। শহীদ জিয়া ও তারেক রহমান আমাদের চেতনা, আবেগ ও বিশ্বাসের প্রতীক। ভবিষ্যতে এ ধরনের অপকর্মের পুনরাবৃত্তি হলে আমরা দাতভাঙা জবাব দিতে প্রস্তুত।


















