মাগুরায় জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময় : ৯৩ বার পড়া হয়েছে
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ এই প্রতিপাদ্যে গতকাল শনিবার মাগুরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫-এর কেন্দ্রীয় কর্মসূচির অন্যতম আয়োজন।
জেলা সমাজসেবা অফিসের উদ্যোগে সকাল ৯টা ৩০ মিনিটে ভার্চুয়ালি এই শপথ অনুষ্ঠান শুরু হয়। শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সরকারের সমাজ সেবা মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। পরবর্তীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. জাকির হোসেন এবং সঞ্চালনায় ছিলেন উপ-পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজ,সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন বিশ্বাস,মাগুরা শহর জামায়াতের আমির আশরাফ হোসেন,মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ.এন. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির,মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, লাখো কণ্ঠে এই শপথ কোনো আনুষ্ঠানিকতা নয়—এটি একটি ঐতিহাসিক চেতনা। আমরা আজ শপথ নিয়েছি একটি নতুন, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ার। এই জুলাই মাস আমাদের সেই দায়িত্ব ও উপলব্ধি স্মরণ করিয়ে দেয়।
শপথ পাঠ শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা অংশ নেন।

















