মাগুরায় জুলাই শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

- আপডেট সময় : ১২:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
রক্তাক্ত ৩৬ জুলাই স্মরণে শহীদ রাব্বিসহ ১০ শহীদের কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা আমীর ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম. বি বাকের।
আজ মঙ্গলবার সকাল ৭টায় মাগুরা শহরের বরনাতৈল গ্রামের কবরস্থানে এই জিয়ারত অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রসংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন।
জিয়ারত শেষে এক আবেগঘন পরিবেশে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মুনাজাত পরিচালনা করা হয়। জুলাই ২৪ গণঅভ্যুত্থানের মাগুরা জেলায় ১০ জন শহীদদের মধ্যে আছেন পর্যায়ক্রমে শহীদ মেহেদী হাসান রাব্বি, শহীদ রাজু আহমেদ, শহীদ আসিফ ইকবাল, শহীদ মিঠু বিশ্বাস মারুফ, শহীদ আলামিন হোসেন, শহীদ মুত্তাকিম বিল্লাহ, শহীদ সোহান সাহা, শহীদ ফরহাদ হোসেন, শহীদ আহাদ আলী বিশ্বাস, ও শহীদ সুমন শেখ।
এ সময় অধ্যাপক এম.বি বাকের বলেন, “৩৬ জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের পথের আলো। শহীদ রাব্বি ও তার সাহসী সহযোদ্ধারা শুধু ইতিহাসের অংশ নয়—তারা আদর্শের বাতিঘর। তাদের রক্ত এই জাতিকে অধিকার, ইনসাফ ও ইসলামী মূল্যবোধের পথ দেখিয়েছে।”
তিনি আরও বলেন, ‘আমরা কৃতজ্ঞ হৃদয়ে তাদের স্মরণ করি এবং প্রতিজ্ঞা করছি, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমরা পিছপা হব না ইনশাআল্লাহ।’
মাগুরা জেলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, ৩৬ জুলাই উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পালিত হবে জেলার বিভিন্ন এলাকায়।