ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

মাগুরায় জেলা পরিষদের শিক্ষাবৃত্তি ও ফলদ-ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

এইচ.এন. কামরুল ইসলাম, মাগুরা
  • আপডেট সময় : ২০০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরা জেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের এককালীন শিক্ষাবৃত্তির চেক এবং ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠান জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সকাল ১০:৩০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মো. অহিদুল ইসলাম। তিনি বলেন, শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয়, বরং তা দেশপ্রেম, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক। শিক্ষার্থীদের মেধা বিকাশে জেলা পরিষদের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব হাসিনা মমতাজ। তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফল করলেই হবে না, তাদের দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও পরিবেশ সচেতন নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে। জেলা পরিষদ সেই লক্ষ্যে কাজ করছে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এককালীন চেক হস্তান্তর করা হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এই বৃত্তি আমাদের ভবিষ্যৎ শিক্ষা ও জীবনের পথে চলতে অনুপ্রেরণা দেবে।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক আগত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। চারা পেয়ে সকলে সন্তোষ প্রকাশ করেন এবং এ আয়োজনের জন্য জেলা পরিষদ ও বিশেষভাবে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হাসিনা মমতাজকে ধন্যবাদ জানান।
এ ধরনের উদ্যোগ শিক্ষা ও পরিবেশ রক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখবে বলেও বক্তারা মত দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাগুরায় জেলা পরিষদের শিক্ষাবৃত্তি ও ফলদ-ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় :

মাগুরা জেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের এককালীন শিক্ষাবৃত্তির চেক এবং ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠান জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সকাল ১০:৩০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক জনাব মো. অহিদুল ইসলাম। তিনি বলেন, শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয়, বরং তা দেশপ্রেম, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক। শিক্ষার্থীদের মেধা বিকাশে জেলা পরিষদের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব হাসিনা মমতাজ। তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফল করলেই হবে না, তাদের দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও পরিবেশ সচেতন নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে। জেলা পরিষদ সেই লক্ষ্যে কাজ করছে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এককালীন চেক হস্তান্তর করা হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এই বৃত্তি আমাদের ভবিষ্যৎ শিক্ষা ও জীবনের পথে চলতে অনুপ্রেরণা দেবে।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক আগত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। চারা পেয়ে সকলে সন্তোষ প্রকাশ করেন এবং এ আয়োজনের জন্য জেলা পরিষদ ও বিশেষভাবে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব হাসিনা মমতাজকে ধন্যবাদ জানান।
এ ধরনের উদ্যোগ শিক্ষা ও পরিবেশ রক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখবে বলেও বক্তারা মত দেন।