মাছরাঙা টেলিভিশনের বান্দরবানে ১৪তম বর্ষপূর্তি উদযাপন

- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
বর্ণাঢ্য আয়োজনে মাছরাঙা টেলিভিশনের বান্দরবানে ১৪তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
১৪তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ (বুধবার) সকালে মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে বান্দরবান জেলা রিপোর্টার কৌশিক দাশ এর আয়োজনে বান্দরবান প্রেসক্লাবে আয়োজন করা হয় কেক কাটা,শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা।
সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো.ইয়াকুব এর সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব।
এসময় গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরী।
অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল করিম, সমাজ সেবা কার্যালয় এর উপ পরিচালক মিলটন মহুরী, জেলা তথ্য অফিসার মিজানুর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি নাছিরুল আলম,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির,বান্দরবান ক্রীড়া পরিবারের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল,সহ-সভাপতি মো.রফিকুল আলম মামনু, সাধারণ সম্পাদক থুই সিং প্রু লুবুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে প্রথমে কেক কাটেন অতিথিরা আর এরপরে শুভেচ্ছা বক্তব্য দেন আগত অতিথিরা।
এসময় অতিথিরা মাছরাঙা টেলিভিশনের ১৪বছর পেরিয়ে ১৫ বছরে পর্দাপনকে স্বাগত জানান এবং স্বন্যামধন্য প্রতিষ্টান হিসেবে এই প্রতিষ্ঠানের আগামী দিনের সুন্দর ভবিষ্যত প্রত্যাশা করেন। এসময় বক্তারা মাছরাঙা টেলিভিশনের মাধ্যমে পার্বত্য জেলা বান্দরবানের ক্রীড়া,সাংস্কৃতিকসহ বিভিন্ন উন্নয়নমুলক সংবাদ প্রচারের পাশাপাশি আগামীতেও নিরপেক্ষভাবে আরো বিভিন্ন সংবাদ প্রচারের আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব মাছরাঙা পরিবারের জন্য শুভেচ্ছা প্রদান করেন এবং আগামীতেও এই প্রতিষ্ঠানের জন্য শুভ কামনা করেন।