নওগাঁতে র্যাব-৫ এর দুর্বার অভিযান
মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আস্থার প্রতীক জয়পুরহাট ক্যাম্প

- আপডেট সময় : ১৪১ বার পড়া হয়েছে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব-৫) গঠনের পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ২০১৪ সালের ৫ আগস্টের পর থেকে র্যাব-৫ ধারাবাহিকভাবে রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট অঞ্চলে অসংখ্য সফল অভিযান পরিচালনা করে জনগণের মাঝে আস্থা ফিরিয়ে এনেছে।
নওগাঁ একটি সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মাদক চোরাচালানের প্রবণতা দীর্ঘদিন ধরেই ব্যাপক ছিল। এই জেলাকে ঘিরে বিভিন্ন অপরাধচক্র দীর্ঘদিন সক্রিয় থেকেছে। তবে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প নওগাঁর নিরলস অভিযানের ফলে মাদক ব্যবসায়ীরা এখন কার্যত দমে গেছে। প্রতিনিয়ত সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে তারা ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, হেরোইনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করছে এবং মাদক চক্রের মূল হোতাদের গ্রেফতার করছে। ফলে যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাচ্ছে এবং সাধারণ মানুষ স্বস্তির নিশ্বাস ফেলছে।
শুধু মাদক নয়, র্যাব-৫ নওগাঁতে সন্ত্রাসী কার্যক্রম দমনেও অসামান্য অবদান রেখেছে। সংঘবদ্ধ ডাকাত ও চাঁদাবাজ চক্রকে ভেঙে দেওয়া, খুন ও অপহরণ মামলার আসামীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার—এসব অভিযানে জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমানভাবে উন্নত হয়েছে।
র্যাব-৫ এর ভিশন হলো নাগরিকদের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও কর্মোপযোগী বাংলাদেশ গড়ে তোলা। তাদের মিশন হলো—জঙ্গি, সন্ত্রাস ও মাদককে চিরতরে নির্মূল করা। এই ভিশন ও মিশন বাস্তবায়নে র্যাব-৫ এর অধীনে থাকা ক্রাইম প্রিভেনশন কোম্পানি (CPC-১, CPC-২, CPC-৩) এবং ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি (CPSC) সমন্বিতভাবে কাজ করছে। প্রতিটি ইউনিট তথ্য সংগ্রহ, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, দ্রুত অভিযান ও অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নওগাঁ জেলাজুড়ে র্যাবের কার্যক্রমের কারণে অপরাধপ্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরাঞ্চল পর্যন্ত জনগণ আজ র্যাব-৫ এর উপস্থিতিতে নিজেদের নিরাপদ মনে করছে। তাদের নিরলস প্রচেষ্টা ও সুন্দরভাবে কাজ করার ঐক্যবদ্ধ মনোভাব প্রমাণ করেছে যে, দেশ ও জাতির স্বার্থে র্যাব-৫ সর্বদা প্রস্তুত।
জনগণের আস্থা অর্জন করাই র্যাব-৫ এর সবচেয়ে বড় সাফল্য। ভবিষ্যতেও মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নিরাপদ নওগাঁ গড়ে তুলতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প নিরলসভাবে কাজ করে যাবে—এমন প্রত্যাশা এখন সর্বস্তরের মানুষের।