মাদারীপুরের রাজৈরে তুচ্ছ ঘটনায় হামলা, স্বামী-স্ত্রীর আহত
- আপডেট সময় : ০৬:২৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে
মাদারীপুরের রাজৈরে তুচ্ছ ঘটনার জেরে স্বামী-স্ত্রীর ওপর হামলা হয়েছে। এঘটনায় দুইজন আহত হয়েছেন। জানা গেছে, ধান সেদ্ধ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে স্বামী ও স্ত্রীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার মাঝকান্দি গ্রামের ঘটনা।
আহতরা হলেন, মাহতাবউদ্দিন মাতুব্বর ও তার স্ত্রী রেখা বেগম। অভিযুক্তদের নাম রসুল খা ওরফে ভূইয়া খা (৬০) এবং তার ছেলে পলাশ খা (৩৫), বাবু খা (৩০) ও তার স্ত্রী ঝর্না বেগম।
আহত মাহতাব বলেন, সংসারিক কাজ শেষ করে প্রায় রাত ২ টার দিকে তারা ঘুমাতে যান। এসময় প্রতিবেশী রসুল খা ঘরের সামনে ধান সেদ্ধ করতে গেলে মাহতাব নিষেধ করায় রসুল খা তার ছেলে পলাশ, বাবু ও স্ত্রী ঝর্না বেগম বাড়ির আঙ্গিনায় থাকা ডাল, লাঠি দিয়ে বেদম মারধর করে। আমি এর বিচার চাই।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে