মাদারীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ১২৩ বার পড়া হয়েছে
মাদারীপুর ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলার সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন এসএম খলিলুজ্জামান হিমু।
কর্মশালায় জানানো হয়, শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনমূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। জেলার ৫ উপজেলা ও ৪ পৌরসভায় আগামী ১২ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি পালন করা হবে। যা একমাস ব্যাপী চলবে।
প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও পরের ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কার্যক্রম চলবে। ওইদিন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়া হবে। ক্যাম্পেইন শেষে এ টিকাদানকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। তাই জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম সফল করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানায় বক্তারা।

















