মাদারীপুর কালকিনিতে সন্তানের সামনে মাকে কুপিয়ে হত্যা

- আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনিতে সন্তানের সামনে মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার এনায়েতনগর এলাকার উত্তর মাঝেরকান্দি এলাকায় নিজ বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম পাখি বেগম (২৮)। তিনি একই এলাকার সৌদীপ্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় পলি বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, পাখি বেগম বুধবার রাতে তার শ্বশুরবাড়িতে খাবার খেয়ে তার ৪ বছরের শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত ১টার দিকে দুর্বৃত্তরা পাখি বেগমের বসতঘরের চালের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এই ইটপাটকেলের শব্দে পাখি বেগম ঘুম ভেঙ্গে দরজা খুলে প্রতিবেশিদের ডাক দেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে ৪ বছরের শিশু সন্তানের সামনেই এলোপাতাড়ি ভাবে পাখি বেগমকে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হত্যাকারীরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের চাচি শ্বাশুরী পলি বেগমকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত পলি বেগম একই এলাকার শাহাদাত হাওলাদারের স্ত্রী।
নিহতের শ্বাশুড়ি নাজমা বেগম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমার পুত্রবধুকে খুন করা হয়েছে। খুনের ঘটনার রাতে পলী বেগম তার বাড়িতে বসে ঢোলটগর পিটিয়ে নাচগান করেছে। যাতে করে খুনের ঘটনা যাতে কেউ টের না পায়। এছাড়া পলির স্বামী শাহাদাত হাওলাদার ও পলির বাবা ইউনুস সরদার এই খুনের সঙ্গে জড়িত। আমি তাদের বিচার চাই।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শাহাদাত ও ইউনুস এলাকায় গা ঢাকা দিয়েছেন। অভিযোগের বিষয় জানতে তাদের মুঠোফোনে কল দেওয়া হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা মুঠোফোনে বলেন, পাখি বেগম তার শ্বশুরবাড়িতে সন্তানকে নিয়ে একাই থাকেন। বড় বাড়িতে তার সঙ্গে আর কেউ থাকে না। রাতে দুর্বৃত্তরা কৌশলে ইট নিক্ষেপ করলে পাখি বেগম ঘরের দরজা খোলেন। এরপর দুর্বত্তরা তার ঘরের মধ্যে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার বুকে আঘাত করে। পরে তিনি তার শয্যায় লুটিয়ে পড়ে। এ সময় তার ছোট্ট সন্তান ঘর থেকে বের হয়ে প্রতিবেশিদের ডেকে তোলে। খবর পেয়ে ভোরেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। বৃহস্পতিবার ১১টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে জমি সংক্রান্ত জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।