সংবাদ শিরোনাম ::
মানিকগঞ্জে অবৈধ লেগুনার কবলে প্রাইভেট কার লন্ডভন্ড

ছাবিনা দিলরুবা, মানিকগঞ্জ
- আপডেট সময় : ০৪:১৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায়, সড়ক ও জনপথের জায়গা জোর করে দখলকৃত অবৈধ মার্কেটের বিপরীত পাশে, অবৈধ লেগুনার বেপরোয়ার কবলে একের পর এক সড়ক দুর্ঘটনা ।
কিছুদিন পর পর অবৈধ লেগুনার বেপরোয়া চলাচলে পথচারী থেকে শুরু করে লেগুনার অসংখ্য যাত্রীরা নিহত হচ্ছেন। শুধু তাই নয় ঈদ মৌসুমে যেকোনো গন্তব্যস্থলে লেগুনাতে উঠলেই ভাড়া ৩০ টাকা।সর্বসাধারণ ও সচেতন মহল বলেন আর কত মানুষ লেগুনার দুর্ঘটনায় নিহত হলে প্রশাসনের নজরে আসবে এবং এই অবৈধ লেগুনা বন্ধ হবে। বরংগাইল হাইওয়ে ওসি কে একাধিকবার ফোন করলে ফোন রিসিভ করেননি।মানিকগঞ্জ সড়ক ও জনপথেরর সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার আব্দুল কাদের জিলানী বলেন অবৈধ লেগুনা চলাচলের বিষয় দেখবেন জেলা পুলিশ প্রশাসন।শিবালয় সার্কেল এসপি বলেন আমরা শীঘ্রই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব।