সংবাদ শিরোনাম ::
মানিকগঞ্জে ঝন্টু হত্যার মোস্ট ওয়ান্টেট ভূমিদস্যু জাকির সহ অধিকাংশ খুনিরা ধরাছোঁয়ার বাইরে

ছাবিনা দিলরুবা, মানিকগন্জ
- আপডেট সময় : ০২:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের দৌলতপুর থানাধীন কলিয়া ইউনিয়নের উয়াইল( পূর্ব পাড়া) গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী পিতার একমাত্র উপার্জন ক্ষম সন্তান ঝন্টু ওরফে সোহাগ কে সাত মাস পূর্বে, ১ নং আসামী মোস্ট ওয়ান্টেট খুনি ভূমিদস্যু জাকির সহ তার ক্যাডার বাহিনী ১৪ জন এজাহার ভুক্ত আসামী, অজ্ঞাত আসামি সহ নির্মমভাবে হত্যা করলে ও ৫নং আসামি সহ মাত্র ৪ জন আসামী গ্রেপ্তার হলে ও, এক নং আসামি ভূমিদস্যু জাকিরসহ কিলিং মিশনে সরাসরি হত্যার সাথে জড়িত আসামিরা এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। নিহত ঝন্টুর বাড়ীতে এখন পর্যন্ত চলছে শোকের মাতম।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন ঝন্টু ওরফে সোহাগ,যার ফলে পরিবারের লোকজনের অনাহারে দিন জিবন যাপন করতে হচ্ছে।
নিহতের দৃষ্টি প্রতিবন্ধী পিতা, নিহতের মামা জুলমত আলী সহ সাক্ষীরা বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জের সাংবাদিকদের বলেন,সাত মাস পার হয়ে গেলে ও,কিলিং মিশনের সরাসরি জড়িত হত্যাকারীদের প্রশাসন এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেন নি।মানিকগঞ্জ ডিবির তদন্ত কর্মকর্তা রনি বলেন, ৫ নং আসামি সহ বেশ কয়েকজন আসামিদের গ্রেফতার করা হয়েছে, বাকি আসামিদের গ্রেফতার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।মানিকগঞ্জ ডিবি’র ওসি আব্দুল হাই তালুকদার বলেন,পুলিশ বসে নেই, বাকি আসামীদের আটক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।