সংবাদ শিরোনাম ::   
                            
                            মানিকগঞ্জে লিজের জায়গায় ভবন নির্মাণে লাল নিশানা, অতঃপর উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত
 
																
								
							
                                
                              							   ছাবিনা দিলরুবা, মানিকগঞ্জ									
								
                                
                                - আপডেট সময় : ২২১ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা বাজারে সরকারি খাস খতিয়ানের  (লিজকৃত)জায়গায় অবৈধভাবে  তিনতলা ভবন নির্মানের সংবাদ পেয়ে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চার চারটি লাল নিশানা টাঙ্গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন।ঠিক দুইদিন পর  প্রভাবশালীরা লাল নিশানা ছিড়ে ফেলে দিয়ে পরের দিন থেকে কাজ শুরু করে দেন।যার ফলে, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেন।  সিংগাইর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযানের চিঠি জেলা প্রশাসকের নিকট পাঠানোর জন্য, বায়রা ইউনিয়ন ভূমি সহকারি  কে চিঠি  রেডি করার জন্য নির্দেশ দেন।  জানা যায়, উপজেলা বায়রার স্থানীয় প্রভাবশালী ক্ষমতাধর   হান্নান খানের নেতৃত্বে ভবনটির নির্মান কাজ সমাপ্তির দিকে।
এ ব্যাপারে তার সাথে কথা বললে তিনি জানান  এই ভবনটি আমি নির্মান করছি সাথে আমার তিন ভাইয়েরা   সহযোগিতা করছে, ভবনের জায়গা আমার বাবার নামে লিজ নেওয়া ছিল বাবা গত হয়েছেন এখন আমরাই মালিক।লিজের সম্পত্তিতে স্থায়ীভাবে নির্মান কাজ করার কোন অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন প্রশাসনের অনুমতি আছে। বায়রা বাজারে নির্মিত ভবনের ওয়ার্ড মেম্বার ছামাদ মোল্লা  বলেন,যদি ও জায়গাটি লিজ নেওয়া, তবে  এ ধরনের ভবন হলে বাজারের সৌন্দর্য বেড়ে যাবে।লাল নিশানা ছিড়ে ফেলে দিয়ে প্রভাবশালীরা পুনরায় তিন তলা ভবনের কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে,সিংগাইর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার( ইউ এন ও)মোঃ কামরুল হাসান সোহাগ –   সাংবাদিক ছাবিনা দিলরুবা কে বলেন খুব শীঘ্রই অবৈধ ভবন উচ্ছেদ করা হবে।
							
                             
																			


















