সংবাদ শিরোনাম ::
মানিকগঞ্জে সরকারি রাস্তা দখল, জনগনের চরম ভোগান্তি
ছাবিনা দিলরুবা, মানিকগঞ্জ
- আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
মানিকঞ্জের দৌলতপুর, দৌলতপুর গ্রাম রামচন্দ্রপুর মৌজার, দৌলতপুর কালিবাড়ি হতে নয়াপাড়া মোড় পর্যন্ত, ইউএনও ,এসিল্যান্ড অফিস, থানার পাশ দিয়ে বয়ে যাওয়া হাজার হাজার সাধারণ মানুষের চলাচলের রাস্তা দখল করে সাধারণ জনগণের চরম ভোগান্তি সৃষ্টি করছেন বলে জানা যায়। সরে জমিনে জানা যায়, ১/বাক্কার ডাক্তার ২/নওশের হাজীর পুত্র স্বপন ৩/সাহাজুদ্দিন ফকিরের পুত্র মাইনুদ্দিন ভেন্ডার, দৌলতপুর গার্লস হায় স্কুলের সহকারী শিক্ষক ও খান বাড়ীর মোঃগোলাম মওলা খান সহ অজ্ঞাত বেশ কয়েকজন ক্ষমতাধর ব্যক্তিরা সরকারি রাস্তার প্রায় ১০ ফিট জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করেছেন বলে জানা যায় । সাধারণ জনগণ তাদের ভয়ে মুখ খুলতে পারছেন না। দৌলতপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিটস্ট্রেট বলেন,আমার জানা ছিল না, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















