মানিকগঞ্জ সদরে শুরু হয়েছে অবৈধ ইটভাটায় অভিযান

- আপডেট সময় : ০১:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (২৩ মার্চ) বিকেলে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।মানিকগঞ্জ সদরের এমিকা ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং এক্সকাভেটরের মাধ্যমে কিলনের কিছু অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।
এছাড়া, একতা ব্রিকসকেও ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাদের কিলনের একটি অংশ ভেঙে ফেলা হয়।অভিযানে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম সামিউল আলম কুরসি, পরিদর্শক মনোয়ারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মোবাইল কোর্ট পরিচালনায় র্যাব-৪, মানিকগঞ্জ জেলা পুলিশ এবং সিংগাইর ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।