মানিকছড়িতে মন্দির পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠান
- আপডেট সময় : ৬১ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী ঋষি শ্রী শ্রী যোগানন্দ ভারতী সিদ্ধাশ্রম মন্দিরের নব গঠিত মন্দির পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার সকাল ১১টায় মন্দির প্রাঙ্গনে অভিষেক অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়।এতে মন্দির উপদেষ্টা কমিটির প্রধান হাটহজারী সংস্কৃতি কলজের অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ,সনাতন সমাজ কল্যাণ পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মিলন কান্তি দে (বি এস সি),সাধারণ সম্পাদক আশীষ বরণ সেন।উপজেলা জন্মাষ্টমী উৎযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ নাথ,মন্দির উপদেষ্টা দিলীপ কুমার নাথ(সন্তোষ), নব গঠিত কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ,ভক্তবৃন্দ,
সেবক সেবিকা,গুণগ্রাহী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
রুপন নাথের সন্ঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মিলন চন্দ্র দেব।তিনি ৭১ সদস্য বিশিষ্ট মন্দির পরিচালনা কমিটির দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তি বর্গের নাম ঘোষনা করেন। আগামী তিন বছর এই কমিটি মন্দিরের সকল কার্যক্রম পরিচালনা করবেন। এ সময় ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির নাম ও ঘোষনা করা হয়।
নির্বাচিত নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয়, সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন বাবা যোগানন্দের একজন শিষ্য মৃদুল শীল মন্দিরের জন্য ভূমি দান করেছেন বলেই মন্দিরটি প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।২০১৩ সালে মন্দিরটি স্হাপিত হয়। শ্রী শ্রী বাবা যোগানন্দ ভারতী সিদ্ধাশ্রম মন্দিরটি উন্নয়নে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত সকলের সহযোগিতা প্রয়োজন। পর্যায়ক্রমে এখানে একটি অনাথ আশ্রম, উপাসনালয় ও দাতব্য চিকিৎসালয় করার মন্দির কর্তৃপক্ষের পরিকল্পনা রয়েছে। তারা উল্লেখ করে বলেন বর্তমানে মন্দিরের অবকাঠামো গত উন্নয়ন জরুরী।

















