সংবাদ শিরোনাম ::
মানিকছড়িতে মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি
- আপডেট সময় : ৫০ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার হাতিমুড়া বাজারে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নেন ৪০জন প্রান্তিক মৎস্যচাষি।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমা। এসময় স্থানীয় মৎস্য চাষি জুলফিকার আলী ভূট্টো বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে মৎস্য চাষিদের মিশ্রচাষের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি সম্পর্কে অবগত করা ও তাদের কারিগরি পরামর্শ প্রদান করা হয়।