মান্দায় ইসলামী ব্যাংকের অবৈধভাবে নিয়োগকৃতদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় ইসলামী ব্যাংক পিএলসি তে এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগ কৃতদের ছাঁটাইয়ের দাবিতে গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৬অক্টোবর)বেলা ১১ টার সময় ইসলামী ব্যাংক মান্দা শাখার সামনে ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃতদের ছাঁটাইয়ের দাবিতে গ্রাহকদের বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক, কৃষক সহ সর্বশ্রেণীর গ্রাহক বৃন্দ উপস্থিত ছিলেন। এ মানববন্ধনে ব্যাংকের বিনিয়োগ গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ী নুর নবী বলেন, এস আলম ইসলামী ব্যাংকের দখল নেয়ার পর এ ব্যাংক ধ্বংসের নীলনকসা আঁকতে থাকে। এর প্রথম ধাপে ব্যাংকের সেবার মান ধ্বংস করতে পটিয়ার পানের দোকানদার, বাড়ির কাজের বুয়া,অটো চালক, রাজমিস্ত্রির সহকারী ও সাম্পানের রংমিস্ত্রী সহ বিভিন্ন শ্রেণির অশিক্ষিত ও অর্ধ্বশিক্ষিত ৮৩৪০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয় কোন বিজ্ঞাপন ও চাকরির পরীক্ষা ছাড়াই মোটা অংকের অর্থের বিনিময়ে। নিয়োগকৃত এ সব কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে অনেকেই ভুয়া সার্টিফিকেট নিয়ে ব্যাংকে যোগদান করে।





















