মান্দা আইডিয়াল প্রেস ক্লাব এর প্রথম ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
মান্দা আইডিয়াল প্রেস ক্লাব এর প্রথম ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
নওগাঁর মান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘মান্দা আইডিয়াল প্রেস ক্লাব’-এর প্রথম ত্রি-বার্ষিক কাউন্সিল–২০২৫। গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার প্রসাদপুর বাজারস্থ প্রেস ক্লাব কার্যালয়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সাংবাদিকতা যেন শুধু খবরের কাঠামো নয়, বরং সমাজের নির্যাতিত, অবহেলিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর এই প্রত্যয়ে শুরু হলো নবীন ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘মান্দা আইডিয়াল প্রেস ক্লাব’-এর আনুষ্ঠানিক পথচলা। “আমরা নিরপেক্ষ নই, ন্যায়ের পক্ষে” এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি সাংবাদিকতার আদর্শ ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে এগিয়ে যেতে চায়।
কাউন্সিলে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক সহকারী অধ্যাপক আলহাজ্ব বাবুল হোসেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পেশাদার সাংবাদিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিককর্মী ও সচেতন সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমেণ মো. রেজাউল ইসলামকে সভাপতি, ওয়াসিম আকরামকে সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম উজ্জ্বলকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সি: সহ-সভাপতির দায়িত্ব পান সরকারি অধ্যাপক আলহাজ্ব বাবুল হোসেন, আবুল কাশেম আকাশ, মোঃ মোখলেছুর রহমান, মোঃ দলিলুর রহমান। যুগ্ম সম্পাদক সোহেল রানা এবং দপ্তর সম্পাদক অসীম কুমার দাস।
অন্যান্য সদস্যরা হলেন, মো. সাইফুল ইসলাম, মো. ইসরাফিল, মো. সানোয়ার হোসেন, মো. উজ্জল হোসেন, মো. আজিজুল হক।
নবনির্বাচিত সভাপতি রেজাউল ইসলাম বলেন, এই অঞ্চলে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ন্যায়সংগত অবস্থান তৈরিই হবে আমাদের প্রাথমিক লক্ষ্য। সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম বলেন, এই সংগঠন কারও প্রতিপক্ষ নয়, বরং কলমের মাধ্যমে সত্য প্রকাশের একটি আদর্শ প্লাটফর্ম। আমরা সমাজের পাশে থাকবো, সাংবাদিকদের মর্যাদা রক্ষায় কাজ করবো। আমাদের সংগঠন হবে দায়িত্বশীল, সাহসী ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতার প্রতিচ্ছবি। অন্যায়ের বিরুদ্ধে কলম হবে আমাদের প্রধান হাতিয়ার।
















