মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-প্রতারণার অভিযোগ
- আপডেট সময় : ১১:০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
বিশ্বের অন্যতম ধনকুবের ও ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি এবার নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
বিবিসি বলছে, বুধবার নিউ ইয়র্কের আদালতে ৬২ বছর বয়সী আদানির বিরুদ্ধে ফৌজদারি আভিযোগ দায়ের করা হয়। মার্কিন প্রসিকিউটররা বলেছেন, বহু বিলিয়ন ডলারের ঘুষ ও জালিয়াতি প্রকল্পে আদানির ভূমিকার জন্য নিউ ইয়র্কের আদালতে তাকে অভিযুক্ত করা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, আদানিকে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়া এবং যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য তা গোপন করার দায়ে অভিযুক্ত করা হয়েছে।
ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, আদানির বিরুদ্ধে অভিযোগ, তিনি সেসব বিনিয়োগকারীকে প্রতারিত করেন, যারা একটি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। তিনি তাদের তার এ পরিকল্পনার কথা জানাতে ব্যর্থ হয়েছেন যে, ভারতীয় কর্মকর্তাদের তিনি ২৫ কোটিরও বেশি ডলার ঘুষ দিয়ে সৌরশক্তি সরবরাহের এ লাভজনক চুক্তিটি পান।
উপ-সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, ‘অভিযোগে বলা হয়েছে তারা ‘যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রব্যাপী ওই বিশাল জ্বালানি শক্তির চুক্তি গ্রহণ ও অর্থায়ন’ করতে চেয়েছিলেন।’
তবে আদানি গ্রুপ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।