মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সহোদরসহ ৪ বাংলাদেশির মৃত্যু
- আপডেট সময় : ০৫:২০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ২৬৯ বার পড়া হয়েছে
পুলিশ জানায়, রাজধানী কুয়ালালামপুর যাওয়ার পথে হঠাৎ টায়ার ফেটে গেলে গাড়িটির নিয়ন্ত্রণ হারান চালক। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সহোদরসহ ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (১০ এপ্রিল) ঈদের ছুটিতে ঘুরতে বেড়িয়েছিলো ৮ বন্ধু।
পুলিশ জানায়, রাজধানী কুয়ালালামপুর যাওয়ার পথে গাড়ির টায়ার ফেটে গেলে গাড়িটির নিয়ন্ত্রণে দুর্ঘটনায় পড়ে।
বুধবার ঈদুল ফিতরের ছুটিতে ঘুরতে বের হন মালয়েশিয়া প্রবাসী আট বাংলাদেশি। দুপুরের দিকে পেরাক রাজ্যের কাম্পার এলাকার এক্সপ্রেসওয়েতে আকস্মিক দুর্ঘটনার কবলে পড়েন তারা। এস ময় গাড়িটির টায়ার ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারায় গাটি।
এসময় পেছণ থেকে অপর একটি লরি গাড়িটিকে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। তাতে ঘটনাস্থলেই ৩ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মোহাম্মদ সোহেল প্রাণ হারান।
এ নিয়ে দুর্ঘটনাটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪জনে।
নিহতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামে। তাদের মধ্যে দুই সহোদর রয়েছে। দুই ভাইয়ের মধ্যে মো. আব্দুল্লাহ ও হাফেজ মো. হুমায়ূন ওরফে সোহেল এবং একই এলাকার মো. সোহেল ও মোহাম্মদ আশকর আলী।
আহত অপর ৪ জন সুস্থ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।