মিথ্যা যৌতুক মামলায় বাদির ৭ দিনের কারাদন্ড

- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে দায়ের করা এক যৌতুক মামলার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত বাদিকে দন্ডিত করেছেন। সমাজে মিথ্যা ও হয়রানিমূলক মামলার বিরুদ্ধে এটি এক দৃষ্টান্তমূলক রায় বলে সাধারণ মানুষ মত প্রকাশ করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ফুলপুর উপজেলার সি.আর মামলা নং-৩৮৭/২১ এবং টি.আর নং-২৪৩/২০২২ এর অধীনে যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ধারায় বাদি মোছা: সুলতানা ফৌজিয়া মামলা দায়ের করেছিলেন। শুনানিতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ অসত্য প্রমাণিত হয়। গত ৩১ আগস্ট ২০২৫ ইং তারিখে ময়মনসিংহের ফুলপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক তাহমিনা আক্তার তমা এই রায় ঘোষণা করেন। রায়ে বাদিকে ৭ দিনের বিনা শ্রম কারাদন্ড এবং অনাদায়ে ১০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেওয়া হয়।
স্থানীয় আইনজীবী, সাংবাদিক ও সাধারণ মানুষ এ রায়কে সময়োপযোগী ও সাহসী হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, বিচারক তাহমিনা আক্তার তমার এ সিদ্ধান্ত সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মিথ্যা মামলার প্রবণতা রোধে কার্যকর ভূমিকা রাখবে।
একজন আইনজীবী মন্তব্য করেন, “এই রায়ের মাধ্যমে আদালত প্রমাণ করলেন-আইন কাউকে হয়রানি করার হাতিয়ার নয়; বরং ন্যায় প্রতিষ্ঠার শক্তিশালী মাধ্যম।” বিশ্লেষকরা মনে করছেন, এই রায়ের মাধ্যমে স্পষ্ট হলো-যৌতুক নিরোধ আইনের অপব্যবহার করলে বাদিকেই শাস্তি ভোগ করতে হবে। ফলে প্রকৃত ভুক্তভোগীরা ন্যায়বিচারের প্রতি আরও আস্থা পাবেন।