ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo `জুলাই চেতনায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের অঙ্গীকার’ Logo ডামুড্যায় গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ Logo বিশ্বনাথে আলোকিত সুর সাংস্কৃতিক ফোরাম অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা Logo বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা Logo সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন Logo ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা Logo ভালো সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল ভূমিকা রাখছে Logo বন্ধু একাদশ হাকিমপুরকে হারিয়ে মুন্সিপাড়া ওয়ারিয়ার্স দিনাজপুর চ্যাম্পিয়ান Logo জয়পুরহাটে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর Logo ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা

মিথ্যা যৌতুক মামলায় বাদির ৭ দিনের কারাদন্ড

জহির রায়হান, ময়মনসিংহ
  • আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলপুরে দায়ের করা এক যৌতুক মামলার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত বাদিকে দন্ডিত করেছেন। সমাজে মিথ্যা ও হয়রানিমূলক মামলার বিরুদ্ধে এটি এক দৃষ্টান্তমূলক রায় বলে সাধারণ মানুষ মত প্রকাশ করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ফুলপুর উপজেলার সি.আর মামলা নং-৩৮৭/২১ এবং টি.আর নং-২৪৩/২০২২ এর অধীনে যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ধারায় বাদি মোছা: সুলতানা ফৌজিয়া মামলা দায়ের করেছিলেন। শুনানিতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ অসত্য প্রমাণিত হয়। গত ৩১ আগস্ট ২০২৫ ইং তারিখে ময়মনসিংহের ফুলপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক তাহমিনা আক্তার তমা এই রায় ঘোষণা করেন। রায়ে বাদিকে ৭ দিনের বিনা শ্রম কারাদন্ড এবং অনাদায়ে ১০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেওয়া হয়।
স্থানীয় আইনজীবী, সাংবাদিক ও সাধারণ মানুষ এ রায়কে সময়োপযোগী ও সাহসী হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, বিচারক তাহমিনা আক্তার তমার এ সিদ্ধান্ত সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মিথ্যা মামলার প্রবণতা রোধে কার‌্যকর ভূমিকা রাখবে।
একজন আইনজীবী মন্তব্য করেন, “এই রায়ের মাধ্যমে আদালত প্রমাণ করলেন-আইন কাউকে হয়রানি করার হাতিয়ার নয়; বরং ন্যায় প্রতিষ্ঠার শক্তিশালী মাধ্যম।” বিশ্লেষকরা মনে করছেন, এই রায়ের মাধ্যমে স্পষ্ট হলো-যৌতুক নিরোধ আইনের অপব্যবহার করলে বাদিকেই শাস্তি ভোগ করতে হবে। ফলে প্রকৃত ভুক্তভোগীরা ন্যায়বিচারের প্রতি আরও আস্থা পাবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিথ্যা যৌতুক মামলায় বাদির ৭ দিনের কারাদন্ড

আপডেট সময় :

ময়মনসিংহের ফুলপুরে দায়ের করা এক যৌতুক মামলার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত বাদিকে দন্ডিত করেছেন। সমাজে মিথ্যা ও হয়রানিমূলক মামলার বিরুদ্ধে এটি এক দৃষ্টান্তমূলক রায় বলে সাধারণ মানুষ মত প্রকাশ করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ফুলপুর উপজেলার সি.আর মামলা নং-৩৮৭/২১ এবং টি.আর নং-২৪৩/২০২২ এর অধীনে যৌতুক নিরোধ আইন ২০১৮ এর ৩ ধারায় বাদি মোছা: সুলতানা ফৌজিয়া মামলা দায়ের করেছিলেন। শুনানিতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ অসত্য প্রমাণিত হয়। গত ৩১ আগস্ট ২০২৫ ইং তারিখে ময়মনসিংহের ফুলপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক তাহমিনা আক্তার তমা এই রায় ঘোষণা করেন। রায়ে বাদিকে ৭ দিনের বিনা শ্রম কারাদন্ড এবং অনাদায়ে ১০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেওয়া হয়।
স্থানীয় আইনজীবী, সাংবাদিক ও সাধারণ মানুষ এ রায়কে সময়োপযোগী ও সাহসী হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, বিচারক তাহমিনা আক্তার তমার এ সিদ্ধান্ত সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মিথ্যা মামলার প্রবণতা রোধে কার‌্যকর ভূমিকা রাখবে।
একজন আইনজীবী মন্তব্য করেন, “এই রায়ের মাধ্যমে আদালত প্রমাণ করলেন-আইন কাউকে হয়রানি করার হাতিয়ার নয়; বরং ন্যায় প্রতিষ্ঠার শক্তিশালী মাধ্যম।” বিশ্লেষকরা মনে করছেন, এই রায়ের মাধ্যমে স্পষ্ট হলো-যৌতুক নিরোধ আইনের অপব্যবহার করলে বাদিকেই শাস্তি ভোগ করতে হবে। ফলে প্রকৃত ভুক্তভোগীরা ন্যায়বিচারের প্রতি আরও আস্থা পাবেন।