ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় মদ সহ গ্রেফতার-১ Logo আওয়ামী স্বৈরশাসনের সময় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে :  ড্যাব মহাসচিব Logo বিনিয়োগকারী নয়, পুঁজিবাজারে অস্থিরতার নেপথ্যে প্লেয়ার ও রেগুলেটররা : অর্থ উপদেষ্টা Logo ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না: ফাওজুল কবির Logo মেঘনায় অবৈধ বালু উত্তোলন, বাল্কহেডসহ আটক ৯ Logo বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা Logo বান্দরবানে শিশু উন্নয়ন প্রকল্পের বাৎসরিক সমাপনী ও উপহার বিতরণ Logo জুলাই গণঅভ্যুত্থানে ৮৫৯ জন শহিদের প্রাথমিক তালিকা প্রকাশ Logo বিদেশে পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo সাবেক সচিব ইসমাইল হোসেন গ্রেপ্তার

মিরপুর ডিওএইচএসে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের গণমিছিল

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে

মিরপুর ডিওএইচএসে অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, জেসিও ও অন্য সব পদবির আহ্বান ব্যানারে গণমিছিল করেছে: ছবি সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

অন্যান্য স্থানের মতো চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে গণমিছিল ও সমাবেশ করেছে মিরপুর ডিওএইচএসে বসবাসকারী মানুষেরা। শুক্রবার (২ আগস্ট) বিকেলে প্রবল বৃষ্টির মধ্যে কয়েক হাজার মানুষ গণমিছিলে যোগ দেন। এ সময় শিক্ষার্থীসহ দুই শতাধিক মানুষের হত্যার বিচার চেয়ে স্লোগান দেওয়া হয়।

মিছিলকারীদের ব্যানারে লেখা ছিল, চলমান পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, জেসিও ও অন্যান্য সকল পদবির আহ্বান।

উল্লেখ্য, মিরপুর ডিওএইচএসে মূলত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বসবাস করেন। গণমিছিল ও সমাবেশে বিপুলসংখ্যক অবসরপ্রাপ্ত সদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। বিশেষ করে বিপুলসংখ্যক নারী সদস্যকে মিছিলে অংশ নিতে দেখা যায়।

মিছিলে হত্যার বিচার চেয়ে নানা ধরনের স্লোগান দেওয়া হয়। স্লোগানের মধ্যে রয়েছে উই ওয়ান্ট জাস্টিস; আমরা কে আমরা কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার; রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়; আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে ইত্যাদি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে এই মিছিল বের হয়ে মিরপুর ডিওএইচএসের পুরো এলাকা প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন বাসা থেকে বিপুলসংখ্যক বাসিন্দা বের হয়ে মিছিলে যোগ দেন।

পরে ডিওএইচএসের কালচারাল সেন্টারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কয়েকজন সাবেক উচ্চপদস্থ সেনাসদস্য চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন।

গত ১৮ জুলাই পুলিশের সহায়তায় ছাত্রলীগ ও হেলমেট বাহিনী শিক্ষার্থীদের খুঁজতে মিরপুর ডিওএইচএসে হামলা করেছিল। সমাবেশে এ ঘটনারও প্রতিবাদ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিরপুর ডিওএইচএসে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের গণমিছিল

আপডেট সময় : ০৯:৫৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

 

অন্যান্য স্থানের মতো চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে গণমিছিল ও সমাবেশ করেছে মিরপুর ডিওএইচএসে বসবাসকারী মানুষেরা। শুক্রবার (২ আগস্ট) বিকেলে প্রবল বৃষ্টির মধ্যে কয়েক হাজার মানুষ গণমিছিলে যোগ দেন। এ সময় শিক্ষার্থীসহ দুই শতাধিক মানুষের হত্যার বিচার চেয়ে স্লোগান দেওয়া হয়।

মিছিলকারীদের ব্যানারে লেখা ছিল, চলমান পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, জেসিও ও অন্যান্য সকল পদবির আহ্বান।

উল্লেখ্য, মিরপুর ডিওএইচএসে মূলত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বসবাস করেন। গণমিছিল ও সমাবেশে বিপুলসংখ্যক অবসরপ্রাপ্ত সদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। বিশেষ করে বিপুলসংখ্যক নারী সদস্যকে মিছিলে অংশ নিতে দেখা যায়।

মিছিলে হত্যার বিচার চেয়ে নানা ধরনের স্লোগান দেওয়া হয়। স্লোগানের মধ্যে রয়েছে উই ওয়ান্ট জাস্টিস; আমরা কে আমরা কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার; রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়; আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে ইত্যাদি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে এই মিছিল বের হয়ে মিরপুর ডিওএইচএসের পুরো এলাকা প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন বাসা থেকে বিপুলসংখ্যক বাসিন্দা বের হয়ে মিছিলে যোগ দেন।

পরে ডিওএইচএসের কালচারাল সেন্টারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কয়েকজন সাবেক উচ্চপদস্থ সেনাসদস্য চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন।

গত ১৮ জুলাই পুলিশের সহায়তায় ছাত্রলীগ ও হেলমেট বাহিনী শিক্ষার্থীদের খুঁজতে মিরপুর ডিওএইচএসে হামলা করেছিল। সমাবেশে এ ঘটনারও প্রতিবাদ করা হয়।