মুক্তাগাছায় বন্ধু মহল ব্লাড ডোনারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- আপডেট সময় : ৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের মুক্তাগাছায় স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বন্ধু মহল ব্লাড ডোনার এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সোমবার দুপুরে মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগারের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আতিকুল ইসলাম।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহিদুল ইসলাম ইসলাম, মানকোন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম তারা, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: সাদিকুল ইসলাম, সাবেক পৌর কমিশনার আক্রাম আলী ভুলু, সাবেক পৌর কাউন্সিলর আসমা আক্তার, বিশিষ্ট সমাজসেবক নুর আক্তার নাজমা, চাঁন মিয়া, লিটন কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনায় বক্তারা বলেন, “বন্ধু মহল ব্লাড ডোনার সংগঠনটি বিগত পাঁচ বছর ধরে মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। স্বেচ্ছায় রক্তদান, অসহায় রোগীদের পাশে দাঁড়ানো ও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজে তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।” বক্তারা এ ধরনের উদ্যোগকে আগামী দিনে আরও বিস্তৃত করার আহ্বান জানান।