মুন্সীগঞ্জে গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি পালন
- আপডেট সময় : ৪২ বার পড়া হয়েছে
তারুণ্যের সৃজনশীল ভাবনা ও দেশপ্রেমের প্রেরণায় আমার চোখে জুলাই বিপ্লব শহীদদের স্মরণে শীর্ষক তিনদিনব্যাপী কর্মসূচি আয়োজন করেছে বিডি ক্লিন মুন্সিগঞ্জ। গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জের মাকহাটী গুরুচরণ উচ্চ বিদ্যালয়ে।
বাস্তবায়নে জেলা পরিষদ, মুন্সীগঞ্জ ও আইডিয়া: বিডি ক্লিন মুন্সিগঞ্জ— এই উদ্যোগে ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলা এ কর্মসূচিতে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা।
প্রথম দিনের কর্মসূচিতে ছিল সচেতনতা বৃদ্ধি, দেশাত্মবোধ জাগ্রতকরণ ও শিক্ষণীয় দেয়ালচিত্র অঙ্কন।
দ্বিতীয় দিনে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে বিডি ক্লিন মুন্সিগঞ্জের সদস্যরা নির্ধারিত স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি দেশাত্মবোধক ও সচেতনতামূলক দেয়াল লিখন এবং ব্যানার স্থাপন করা হয়।
তৃতীয় দিনে জেলা প্রশাসক বৃক্ষরোপণ ও ডাস্টবিন স্থাপন করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের হাতে বই ও বৃক্ষ তুলে দেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে শপথ পাঠ করান। শপথ পাঠের মাধ্যমে তিনদিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, জেলা পরিষদের
নির্বাহী কর্মকর্তা, নাজমা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, মাকহাটী গুরুচরণ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ফারুক আহমদ, বিডি ক্লিনের জেলা সমন্বয়ক অমিত হাসান, এছাড়াও বিডি ক্লিন মুন্সিগঞ্জের দায়িত্বশীল ও সদস্যরা এবং বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, পরিচ্ছন্নতা শুধু কর্ম নয়, এটি একটি সংস্কৃতি। তরুণ প্রজন্ম এই চেতনা ধারণ করলে দেশ হবে আরও সুন্দর ও বাসযোগ্য।
উদ্যোগটির মাধ্যমে তরুণ সমাজকে পরিবেশ সচেতনতা, দেশপ্রেম ও সমাজকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করার লক্ষ্যই ছিল আয়োজনকারীদের মূল বার্তা।


















