সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে ছাত্র অধিকার পরিষদের ইফতার মাহফিল

আলমগীর হোসেন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৫২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
কুমিল্লার মুরাদনগরে তারুণ্য উৎসব ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মুরাদনগর উপজেলা শাখা। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ মার্কেটের পিৎজা গ্যালারিতে এই আয়োজন করা হয়। বাঙ্গরা থানা ছাত্র অধিকার পরিষদের সভাপতি কাজী মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও প্রধান বক্তা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম।
মুরাদনগর উপজেলার ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সিহাব খান, সহ সভাপতি সানবির মহাসিন, সুমন সরকার, বাঙ্গরা থানা ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি সাজ্জাদুর রহমান সজিব, ত্রান দূর্যোগ বিষয়ক সম্পাদক জাহিদ সরকার দিপু, কুমিল্লা জেলা গনঅধিকার পরিষদের সহ সভাপতি শাহজালাল সাদী, যুব অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার , সহ সমাজ সেবা সম্পাদক মোঃ কামাল, উপজেলা গনঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ফরিদ উদ্দিন (বি,কম), তারুণ্য উৎসব ও ইফতার মাহফিলের উপদেষ্টা পরিষদের সদস্য নূরে আলম, রকিবুল ফয়সাল, অবঃ সার্জেন্ট মোস্তফা মিয়া, রশিদ রানা, জসিম মিয়া সাদেক, যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক আমির হামজা, জাহাপুর ইউনিয়নের সভাপতি রাশেদ (মাইনাস ওয়ান), সোহেল রান সহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মুরাদনগর ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ৯টি স্বেচ্ছাসেবী সংগঠনকে তাদের কৃতিত্বের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।