সংবাদ শিরোনাম ::
মেঘনায় অবৈধ বালু উত্তোলন, বাল্কহেডসহ আটক ৯

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৪:৪৯:০২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি বাল্কহেডসহ ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (২১ ডিসেম্বর) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২১ ডিসেম্বর শনিবার রাত দেড়টায় চাঁদপুর কোস্ট গার্ডের বিসিজি স্টেশন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশআনী এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুটি বাল্কহেডসহ ৯ জনকে আটক করা হয়। জব্দকৃত বাল্কহেড এবং আটক ব্যক্তিদের চাঁদপুর সদর থানা নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়।