মেট্রোরেল, ৩৭ দিন পর সচল স্বস্তির যাত্রা
- আপডেট সময় : ১০:০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে
টানা এক মাস সাতদিন পর হুইসেল বাজলো মেট্রোরেলের। সেই সঙ্গে শুরু হলো স্বস্তির যাত্রা। রোববার (২৫ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিট থেকে চালু হয় মেট্রো। এর আগে শনিবার ট্রয়াল রান সম্পন্ন করে মেট্রো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশন বন্ধ থাকবে। স্টেশন দুটি সংস্কারের পর চালু হবে।
সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরার উত্তর স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেন দুটিতে শুধু এমআরটি বা র্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে। রাত ৯টা ১৩ মিনিটের পর মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনে শুধু এমআরটি বা র্যাপিড পাস দিয়ে যাতায়াত করা যাবে।
মেট্রো স্টেশন থেকে সকাল ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট ক্রয় করা যাবে।
একই সঙ্গে এমআরটি পাস ক্রয় এবং এমআরটি বা র্যাপিড পাস আপ টু আপ করা যাবে। রাত ৮টা ৫০ মিনিটের পর মেট্রো রেল স্টেশনের সব টিকিট অফিস ও টিকিট বিক্রি মেশিন বন্ধ হয়ে যাবে। মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার।
অন্তর্বর্তী সরকার গঠনের পর গত ১১ আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সিদ্ধান্ত হয়, ১৭ আগস্ট থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল স্বাভাবিক নিয়মে চলাচল করবে। তবে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে আপাতত ট্রেন থামবে না।