ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::

মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান বাড়লে ভালো চিকিৎসক তৈরি হবে: স্বাস্থ্যমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৫৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, মেডিকেল কলেজগুলোর সুযোগ-সুবিধা বাড়াতে হবে। মেডিকেল কলেজগুলো চিকিৎসক তৈরি করে। মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান বাড়লে ভালো চিকিৎসক তৈরি হবে। আমরা আরও সুদক্ষ চিকিৎসক পাব।

রোববার (১৪ জুলাই) সকালে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল প্রফেশনাল ও রোগীদের সুরক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া তৈরি শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে আমরা অনেকবার এ নিয়ে মন্ত্রণালয়ে সভা করেছি। এই আইন রোগী ও ডাক্তার উভয়কেই সুরক্ষা দেবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি গর্বিত বোধ করি দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল কলেজে পরিণত হয়েছে। এজন্য কৃতজ্ঞতা জানাতে হয় হুইপ ইকবালুর রহিম এমপিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইকবালুর রহিম এমপি’র বদৌলতে আজ এই স্কুল এন্ড কলেজসহ দিনাজপুরের উন্নয়ন।


বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম চিকিৎসকদের বিদ্যমান সব বিষয়ে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করার গুরত্ব তুলে ধরেন এবং প্রয়োজনে তাদের জন্য সুপার নিউমারি পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এএফএম নূরুউল্লাহর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান বাড়লে ভালো চিকিৎসক তৈরি হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় :

 

স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, মেডিকেল কলেজগুলোর সুযোগ-সুবিধা বাড়াতে হবে। মেডিকেল কলেজগুলো চিকিৎসক তৈরি করে। মেডিকেল কলেজগুলোর শিক্ষার মান বাড়লে ভালো চিকিৎসক তৈরি হবে। আমরা আরও সুদক্ষ চিকিৎসক পাব।

রোববার (১৪ জুলাই) সকালে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল প্রফেশনাল ও রোগীদের সুরক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া তৈরি শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে আমরা অনেকবার এ নিয়ে মন্ত্রণালয়ে সভা করেছি। এই আইন রোগী ও ডাক্তার উভয়কেই সুরক্ষা দেবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি গর্বিত বোধ করি দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল কলেজে পরিণত হয়েছে। এজন্য কৃতজ্ঞতা জানাতে হয় হুইপ ইকবালুর রহিম এমপিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইকবালুর রহিম এমপি’র বদৌলতে আজ এই স্কুল এন্ড কলেজসহ দিনাজপুরের উন্নয়ন।


বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম চিকিৎসকদের বিদ্যমান সব বিষয়ে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করার গুরত্ব তুলে ধরেন এবং প্রয়োজনে তাদের জন্য সুপার নিউমারি পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এএফএম নূরুউল্লাহর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।