মোংলায় উত্তরণের উদ্যোগে মৎস্যজীবী কমিউনিটি ভিত্তিক সংগঠনের সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ৪৫ বার পড়া হয়েছে
ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় মোংলার স্থানীয় মৎস্যজীবীদের ত্রৈমাসিক পরামর্শসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১ টায় মোংলা পোর্ট মৎস্য আড়ত ব্যবসায়ী সমবায় সমিতির সদস্যদের উপস্থিতিতে “মৎস্যজীবী কমিউনিটি ভিত্তিক সংগঠন (সিবিও) এর সঙ্গে ত্রৈমাসিক পরামর্শমূলক সভা” অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য ও প্রকল্প সম্পর্কে আলোচনা করেন ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ মোখলেসুর রহমান।
সমুদ্র ও সমুদ্রসম্পদের সুস্থ বেবস্থাপনা, নিরাপদ মৎস্য আহরণ, IUU ফিশিং রোধে মৎস্যজীবী বিভিন্ন সংগঠনের করণীয় এবং প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের মেরিন প্রোটেকশন অফিসার মোঃ আশিকুর রহমান।
এসময় উপস্থিত সমিতির সদস্যগণ সমুদ্র সুরক্ষায় তাদের ভূমিকা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং উত্তরণ দ্বারা বাস্তবায়নকৃত ফিশনেট প্রকল্পের মাধ্যমে সমুদ্র সম্পদ রক্ষা ও এর উপর নির্ভরশীল মৎস্যজীবী, আড়ত মালিকগণ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন।