মোংলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই স্লোগানকে সামনে রেখে মোংলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। আজ বুধবার নিরাপদ সড়ক চাই (নিসচা) মোংলা উপজেলা শাখার উদ্যোগে মোংলা ফেরীঘাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, নিরাপদ সড়ক কেবল আইনের বিষয় নয়, এটি এক মানবিক অঙ্গীকার। চালক, পথচারী, যাত্রী—সবার মধ্যে সমান সচেতনতা তৈরি না হলে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। মানসম্মত হেলমেট ব্যবহার, নির্ধারিত গতি মানা, মোবাইল ফোন ব্যবহার না করে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা এখন দেশের উন্নয়ন ও সামাজিক জীবনের বড় অন্তরায়। প্রতি বছর হাজারও প্রাণ সড়কে ঝরে যাচ্ছে শুধুই অসচেতনতা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণে। তারা সড়কে শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের প্রতি বিশেষ সহনশীল আচরণ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, শুধু সরকারের উদ্যোগেই নিরাপদ সড়ক নিশ্চিত হবে না; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকেও এ ইস্যুকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন চালকদের প্রশিক্ষণ, গাড়ির ফিটনেস, পথচারীদের দিকনির্দেশনা ও কঠোর আইন প্রয়োগে সবার সহযোগিতা প্রয়োজন।
নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল-আমিন’র সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক অঞ্জন বিশ্বাস’র সঞ্চালনায় দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ সড়ক চাই নির্বাহী কমিটির উপদেষ্টা,মোঃ নুর আলম শেখ, সরদার আঃ হান্নান, সহ-সভাপতি আফরোজা হীরা,মাওলানা আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ হাওলাদার (বাবু), সহ- সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন হাওলাদার, কার্য নির্বাহী সদস্য মোঃ শাহাদাৎ, মোঃ কারিমুল ইসলাম, মোঃ মনির খান, মহীন্দ্রনাথ রায়, সুদিপ কুমার মন্ডল, মোঃ রাকিব হাওলাদার সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা।
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়, সড়ক নিরাপত্তা বিষয়ক শপথ পাঠ করানো এবং উপজেলা নির্বাহি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে স্বারকলিপি দেওয়া হয়।
নিরাপদ সড়ক গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বানে সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।