সংবাদ শিরোনাম ::   
                            
                            মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
 
																
								
							
                                
                              							  রুবেল মাদবর, মুন্সীগঞ্জ									
								
                                
                                - আপডেট সময় : ২১৪ বার পড়া হয়েছে
 
								
																		filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 55.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
মুন্সীগঞ্জ সদর উপজেলার  মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় মোল্লাকান্দি  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি সচিব মো. বলহরি বাড়ৈ ১ কোটি ৭০লাখ ৭৭হাজার ৪২২ টাকার উন্মুক্ত এই বাজেট ঘোষণা করেন।
এসময় উপস্থিত মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম, মোল্লা কান্দি  ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বলহরি বাড়ৈ এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি নাদিরা সুলতানা মিম, মোল্লাকান্দি ইউনিয়নের সহকারি স্বাস্থ পরিদর্শক ফাতেমা আক্তার,  মোল্লাকান্দি ইউপি ৭নং ওয়ার্ড মেম্বার মেজো ঢালী, ৮নং ওয়ার্ড মেম্বার সোমা আক্তার, ৭,৮,৯, ওয়ার্ডের  সংরক্ষিত মহিলা মেম্বার ডলি বেগম , পরিবার পরিকল্পনা ফারজানা আক্তার, মাকসুদা বেগম, বাছিরুল আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ।
							
                             
																			


















