ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

যবিপ্রবিতে ডেটা ভিত্তিক মার্কেটিং নিয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

যশোর ব্যুরো
  • আপডেট সময় : ১০৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বাস্তব কাজ করা মার্কেটিং পেশাজীবীদের অভিজ্ঞতা আদান প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মার্কেটিং বিভাগ প্রথম ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে।
গতকাল ২১ জুলাই সোমবার সকাল সাড়ে ১০ টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে ‘ন্যাশনাল কনফারেন্স অন ডেটা ড্রাইভেন মার্কেটিং: ইনসাইটস ফরম একাডেমিশিয়ানস অ্যান্ড প্র্যাক্টিশনারস’ বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির মার্কেটিং বিভাগ। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, গবেষক ও পেশাজীবীদের মিশ্রণে কনফারেন্সটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। আমাদের লক্ষ্য একাডেমিক ও ইন্ড্রাস্ট্রিয়াল এই দুইয়ের সমন্বয়ে ও পারষ্পরিক সহযোগিতায় যবিপ্রবি সামনের দিকে এগিয়ে যাবে। শিক্ষার্থীরা হাতে কলমে জানতে ও শিখতে পারবে। এতে শিক্ষার্থীরা দক্ষ জনশক্তিতে পরিণত হবে এবং এই জাতিকে সুন্দর ও সম্ভাবনাময় একটি দেশ উপহার দেবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যবিপ্রবি বাংলাদেশের মধ্যে একাডেমিয়া ও গবেষণায় একটি ব্রান্ড। দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণায় যবিপ্রবি তার সাফল্যে ধারা অব্যাহত রেখেছে। এই ধারা আরও উর্ধ্বমূখী করার জন্য তোমাদের আরও গবেষণায় এগিয়ে আসতে হবে। তোমাদের মাধ্যমে দেশ ও বিশ্বে মার্কেটিং এর স্ট্রাটেজি পরিবর্তন হবে। তোমরা আগামীতে মার্কেটিং সেক্টরকে নেতৃত্ব দিবে বলে আমি বিশ্বাস করি।
কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, নেসলে বাংলাদেশ লি. এর ব্রান্ড এক্সিকিউটিভ (ফুড) মো. কামরুল ইসলাম। বক্তারা গবেষণা ও বাস্তব কাজ করা মার্কেটিং পেশাজীবীদের অভিজ্ঞতা আদান প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ গবেষণালদ্ধ তথ্য স্লাইড আকারে বিস্তারিত তুলে ধরেন।
কনফারেন্সে বিকাল ৪ টায় শুরু হয় অ্যাডভার্টাইজ তৈরির প্রতিযোগিতা। এতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এরপর সাড়ে ৪ টায় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কনফারেন্সে বক্তব্য রাখেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, কনফারেন্সের আহবায়ক ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক এস এম শরিফুল হক। অনুষ্ঠানে যবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী অহনা আরমিন মেধা, তাসমিম বুশরা সায়মা, অনিক রায় ও হোসাইন আল মাহমুদ সাজিদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যবিপ্রবিতে ডেটা ভিত্তিক মার্কেটিং নিয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় :

 

বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বাস্তব কাজ করা মার্কেটিং পেশাজীবীদের অভিজ্ঞতা আদান প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মার্কেটিং বিভাগ প্রথম ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে।
গতকাল ২১ জুলাই সোমবার সকাল সাড়ে ১০ টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে ‘ন্যাশনাল কনফারেন্স অন ডেটা ড্রাইভেন মার্কেটিং: ইনসাইটস ফরম একাডেমিশিয়ানস অ্যান্ড প্র্যাক্টিশনারস’ বিষয়ক ন্যাশনাল কনফারেন্স আয়োজন করে যবিপ্রবির মার্কেটিং বিভাগ। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য বলেন, গবেষক ও পেশাজীবীদের মিশ্রণে কনফারেন্সটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। আমাদের লক্ষ্য একাডেমিক ও ইন্ড্রাস্ট্রিয়াল এই দুইয়ের সমন্বয়ে ও পারষ্পরিক সহযোগিতায় যবিপ্রবি সামনের দিকে এগিয়ে যাবে। শিক্ষার্থীরা হাতে কলমে জানতে ও শিখতে পারবে। এতে শিক্ষার্থীরা দক্ষ জনশক্তিতে পরিণত হবে এবং এই জাতিকে সুন্দর ও সম্ভাবনাময় একটি দেশ উপহার দেবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যবিপ্রবি বাংলাদেশের মধ্যে একাডেমিয়া ও গবেষণায় একটি ব্রান্ড। দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণায় যবিপ্রবি তার সাফল্যে ধারা অব্যাহত রেখেছে। এই ধারা আরও উর্ধ্বমূখী করার জন্য তোমাদের আরও গবেষণায় এগিয়ে আসতে হবে। তোমাদের মাধ্যমে দেশ ও বিশ্বে মার্কেটিং এর স্ট্রাটেজি পরিবর্তন হবে। তোমরা আগামীতে মার্কেটিং সেক্টরকে নেতৃত্ব দিবে বলে আমি বিশ্বাস করি।
কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, নেসলে বাংলাদেশ লি. এর ব্রান্ড এক্সিকিউটিভ (ফুড) মো. কামরুল ইসলাম। বক্তারা গবেষণা ও বাস্তব কাজ করা মার্কেটিং পেশাজীবীদের অভিজ্ঞতা আদান প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ গবেষণালদ্ধ তথ্য স্লাইড আকারে বিস্তারিত তুলে ধরেন।
কনফারেন্সে বিকাল ৪ টায় শুরু হয় অ্যাডভার্টাইজ তৈরির প্রতিযোগিতা। এতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এরপর সাড়ে ৪ টায় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কনফারেন্সে বক্তব্য রাখেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, কনফারেন্সের আহবায়ক ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক এস এম শরিফুল হক। অনুষ্ঠানে যবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী অহনা আরমিন মেধা, তাসমিম বুশরা সায়মা, অনিক রায় ও হোসাইন আল মাহমুদ সাজিদ।